Abhishek Banerjee

‘পারলে কমিশনে প্রমাণ দিক, অভিযোগের সারবত্তা আছে বলে মনে হয় না’! ইভিএম প্রসঙ্গে অভিষেক

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন। সোমবার রাহুল গান্ধীর দলকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৪
(বাঁ দিকে) রাহুল গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) রাহুল গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ওমর আবদুল্লার পরে এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈদ্যুতিন ভোটযন্ত্রের (ইভিএম) বিশ্বাসযোগ্যতা নিয়ে কংগ্রেসের অবস্থানকে প্রশ্নের মুখে ফেললেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আরও এক সহযোগী দলের শীর্ষস্তরের নেতা!

Advertisement

অভিষেক সোমবার বলেন, ‘‘যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন করছেন, তাঁদের দেখাতে হবে, কী ভাবে ইভিএম ‘হ্যাক’ হতে পারে।’’ সেই সঙ্গে সরাসরি কংগ্রেসের নাম না-করে তাঁর মন্তব্য, ‘‘আমি মনে করি, যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের কাছে যদি সত্যিই কোনও প্রমাণ থাকে তবে নির্বাচন কমিশনকে তা হাতেকলমে দেখানো উচিত।’’ সেই সঙ্গে অভিষেকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘ইভিএমের র‌্যান্ডমাইজ়েশন, মক পোল এবং গণনার আগে পরীক্ষা যদি সঠিক ভাবে করা হয়, তবে আমি মনে করি না এই অভিযোগগুলির কোন সারবত্তা আছে।’’

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমরও রবিবার ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘ভোটে হেরে গেলেই ইভিএম নিয়ে প্রশ্ন তোলার কোনও মানে হয় না।’’ ঘটনাচক্রে, ‘ইন্ডিয়া’র উপযুক্ত নেতা নিয়ে কংগ্রেসের সঙ্গে কয়েকটি সহযোগী দলের নেতার টানাপড়েনের মধ্যেই অভিষেকের এই বক্তব্য সামনে এল। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়া’ মঞ্চের উপযুক্ত নেতা হিসাবে তুলে ধরেছেন এনসিপি (এস)-এর নেতা শরদ পওয়ার এবং আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব।

‘ইন্ডিয়া’কে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কংগ্রেসকে অর্জন করতে হবে বলে জানিয়েছেন ওমর। অভিষেকও সোমবার সংসদের বাইরে মমতার নেতৃত্বের প্রসঙ্গে ‘ইন্ডিয়া’র অন্দরে আলোচনা চেয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইভিএম নিয়ে কংগ্রেসের অবস্থানকে খোঁচা দেওয়ায় উল্লসিত বিজেপি। পদ্মশিবিরের আইটি সেলের নেতা অমিত মালবীয় সোমবার বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মন্তব্যে পরিষ্কার, জোটের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস।’’

Advertisement
আরও পড়ুন