TMC

তৃণমূল বাদ পড়ল খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটি থেকে, কেন্দ্রকে বিঁধলেন ডেরেক

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদ কংগ্রেসের কাছ থেকে নিয়ে নিয়েছে বিজেপি। বিষয়টি আগেই মৌখিক ভাবে কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ০০:০৮
ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক ও’ব্রায়েন।

সাংসদ সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সংসদের সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেল না তৃণমূল। মঙ্গলবার নতুন স্থায়ী কমিটির ঘোষণা হতেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন ডেরেক ও’ব্রায়েন। শুধু তৃণমূলই নয়, সংসদে বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও দু’টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি কংগ্রেসের হাতছাড়া হওয়ায় কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ।

সংসদে খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী কমিটি-প্রধানের পদ তৃণমূলের হাতে ছিল। মঙ্গলবার তা কেড়ে নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, অন্য কোনও সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে নেই কোনও তৃণমূল সাংসদ। যা নিয়ে কেন্দ্রকে বিঁধে ডেরেক টুইটারে লিখেছেন, ‘'নতুন স্থায়ী সংসদীয় কমিটি ঘোষিত হয়েছে। সংসদে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল না। প্রধান বিরোধী দলও দু’টি গুরুত্বপূর্ণ কমিটির শীর্ষ পদ হারিয়েছে। এটাই নতুন ভারতের নির্মম বাস্তবতা।’'

Advertisement

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদও কংগ্রেসের কাছ থেকে নিয়ে নিল বিজেপি। বিষয়টি আগেই মৌখিক ভাবে কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল। স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং স্বাস্থ্য মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির মাথায় রাখা হল কেন্দ্রের শাসকদল বিজেপি ও এনডিএ শরিকদেরই।

বিজেপির এক রাজ্য নেতা বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তবে রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) থেকে তৃণমূলও একই ভাবে প্রধান বিরোধী দলকে বাদ দিয়েছে। তা হলে এখন কেন এ সব বলছে?”

Advertisement
আরও পড়ুন