TMC MLAs

হুইপ অমান্য! ক’জন বিধায়ক ছুটির আবেদন করেছিলেন? স্পিকারের কাছে প্রশ্ন তৃণমূল পরিষদীয় দলের

সোমবার বিধায়কদের অনুপস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভায় বৈঠকে বসেছিলেন পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। সেই বৈঠকেই ঠিক হয়েছে স্পিকারের দফতরের কাছে তথ্য চাওয়ার বিষয়টি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১১:২১

—ফাইল চিত্র।

দলের হুইপ অমান্য করে বিধানসভার অধিবেশনে গরহাজির ছিলেন তৃণমূলের একঝাঁক বিধায়ক। সেই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। সেই পর্যায়ে এ বার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরের কাছে তথ্য চাইল তৃণমূল পরিষদীয় দল। বিধানসভা সূত্রে খবর, ১৯ ও ২০ মার্চ হুইপ জারি করে বিধায়কদের বিধানসভার অধিবেশনে হাজিরা বাধ্যতামূলক করেছিলেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। ওই দু’দিন যে সব বিধায়ক বিধানসভায় অনুপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কারা আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে স্পিকারের দফতরের কাছে। কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, যে দিন বিধানসভার অধিবেশনে যোগদান করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে দিন বিধায়কদের হাজিরার সংখ্যা ছিল ২১২ জনের বেশি। আর বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন পঞ্চাশের বেশি বিধায়ক বিধানসভায় আসেননি বলেই জানতে পেরেছে পরিষদীয় দল। তাঁদের নামের একটি প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে।

Advertisement

ওই দু’দিন যে সব বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কারা আগাম ছুটির আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন, তাঁদের তথ্য চাওয়া হয়েছে স্পিকারের কাছে। এই তথ্য হাতে পাওয়ার পর তা যাচাই করে দেখবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তার পর একে একে ওই দু’দিনে অনুপস্থিত থাকা বিধায়কদের ডেকে পাঠানো হবে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে। সেখানেই তাঁদের অনুপস্থিতির কারণ জানাতে হবে বলে জানা গিয়েছে তৃণমূল পরিষদীয় দল সূত্রে। সোমবার এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভায় বৈঠকে বসেছিলেন পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। সেই বৈঠকেই ঠিক হয়েছে স্পিকারে দফতরের কাছে তথ্য চাওয়ার বিষয়টি।

তথ্য হাতে পাওয়ার পর ঠিক হয়েছিল, শনিবার ২৯ মার্চ তৃণমূল ভবনে বৈঠকে বসবে শৃঙ্খলারক্ষা কমিটি। কিন্তু আগামী সপ্তাহের শুরুতেই ঈদ উৎসব রয়েছে। তাই বৈঠকের দিন পিছিয়ে আগামী সপ্তাহে করা হতে পারে। এ প্রসঙ্গে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব বলেছেন, ‘‘দলীয় শৃঙ্খলা সবার ঊর্ধ্বে। বিধায়ক হয়ে গিয়েছি বলে দলের হুইপ মানব না, তা হতে পারে না। তাই স্পিকারের দফতরের কাছে কত জন বিধায়ক ছুটি চেয়ে আবেদন জানিয়েছিলেন এবং কত জনের আবেদন মঞ্জুর হয়েছিল— সেই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য হাতে পেলে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিধায়কদের কাছে জানতে চাওয়া হবে, কেন তাঁরা দলীয় নির্দেশ থাকা সত্ত্বেও বিধানসভার বাজেট অধিবেশনে শেষ দু’দিন অনুপস্থিত থেকেছেন।’’

Advertisement
আরও পড়ুন