Beleghata

আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ বারোয়ারিতলার এক মহিলাকে আটকে হুমকি দেওয়ার পাশাপাশি অশলীন মন্তব্য করছিলেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০০:৩০
মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। —প্রতীকী চিত্র।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ। শুক্রবার দুপুরে বেলেঘাটার ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ বারোয়ারিতলার এক মহিলাকে আটকে হুমকি দেওয়ার পাশাপাশি অশলীন মন্তব্য করছিলেন এক ব্যক্তি। ওই মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। এর পরে ওই মহিলা বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে এন্টালির বাসিন্দা ৪৪ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজও।

জানা গিয়েছে, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হবে।

Advertisement
আরও পড়ুন