গ্রাফিক: শৌভিক দেবনাথ
সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সরকার। রাজ্য আইনসভা সূত্রে খবর, রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলাটি লড়বেন আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চেয়েছে তারা। যদিও পরে জানা যায় সুপ্রিম কোর্ট ওই আর্জিতে সাড়া দেয়নি।
সন্দেশখালি নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি অভিযোগের তদন্তের ভার সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় রাজ্য পুলিশকে। এর মধ্যে গত ৫ জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজাট থানায়।
সন্দেশখালিকাণ্ডে রাজ্য পুলিশের এসপি এবং সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের জন্য জানুয়ারিতে নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। ওই নির্দেশ সামনে আসার পরই তৃণমূল সরকার শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সন্দেশখালি মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুনানি হবে না।