Bangladesh Unrest

বাংলাদেশের পতাকার উপর দাঁড়িয়ে ‘প্রতিবাদ’! অবমাননার অভিযোগে বারাসতে গ্রেফতার তিন

বাংলাদেশে নানা অস্থিরতার আবহে সে দেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে চাপানউতর চলছে। তার মধ্যেই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাসতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:২০

—প্রতীকী চিত্র।

বাংলাদেশে নানা অস্থিরতার আবহে সে দেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে চাপানউতর চলছে। তার মধ্যেই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাসতে। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

Advertisement

বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে নীচে পড়ে থাকা ভারতীয় পতাকার উপর দিয়ে ছাত্রছাত্রীদের হেঁটে যাওয়ার ভিডিয়ো ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে। অভিযোগ, মঙ্গলবার বারাসত স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার উপর দাঁড়িয়ে কয়েক জন প্রতিবাদ করছিলেন। খবর পাওয়া মাত্রই বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা বজরং দলের সদস্য। তাঁদের নাম আর্য দাস, সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায়। তাঁরা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, ‘‘বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার প্রতিবাদেই আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম।’’ তাঁর হুঁশিয়ারি, গ্রেফতার হওয়া তিন জনকে পুলিশ যদি না ছা়ড়ে, তা হলে তাঁরা বড় আন্দোলনের পথে হাঁটবেন।

Advertisement
আরও পড়ুন