Mamata Banerjee

Mamata Banerjee: এ বার অভিষেকের দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে, কটাক্ষ করে বললেন মমতা

সোমবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়েও মামলা হয়েছে। সেই প্রসঙ্গেই মমতা জানিয়ে দেন, তাঁর পরিবারের ছয় ভাই ও দুই বোন রয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৫:৫৮
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’বছরের ছেলেকেও এ বার নোটিস ধরাবে! এ ভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আচমকাই দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, ‘‘কেষ্টর মতো হেল্পফুল ছেলে আমি খুব কম দেখেছি।’’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই তো আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে।’’এমনটা বলেই ক্ষান্ত হননি তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘‘অভিষেককে তো আগেও দু’বার নোটিস ধরিয়েছে। এমনকি, নোটিস ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে। ওকেও নোটিস ধরিয়ে দেখুক দু’বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’’

প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়েও মামলা হয়েছে। সেই প্রসঙ্গেই মমতা জানিয়ে দেন, তাঁর পরিবারের ছয় ভাই ও দুই বোন রয়েছে। তাঁরা সবাই এখন আলাদা থাকেন, কিন্তু কোনও উৎসব হলে তাঁরা এখন একত্রিত হন। এটুকুই সম্পর্ক রয়েছে তাঁদের। তবে বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে কটাক্ষই করেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘স্বচ্ছতা থাকলে ভয় কিসের মুখ্যমন্ত্রীর?’’

Advertisement
Advertisement
আরও পড়ুন