—প্রতীকী ছবি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে শাসকদল তৃণমূল। সেই কাজে প্রথম পদক্ষেপ করতে চলেছে তাদের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চা বলয়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছেন তারা। এই কর্মসূচিতে ফালাকাটা, নাগরাকাটা, কালচিনি, নকশালবাড়ি, মালবাজার-সহ আটটি বিধানসভার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করবেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা।
মঙ্গলবার বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানেই উত্তরবঙ্গের চা বাগান জুড়ে এই রাজনৈতিক কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। সভাপতি ঋতব্রত বলেন, ‘‘জানুয়ারি ২০২৫ থেকে যে কর্মসূচি শুরু হবে তা চলবে একেবারে বিধানসভা ভোট পর্যন্ত। চা বাগান ছাড়াও সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে আমরা এমন কর্মসূচির পরিকল্পনা নিচ্ছি। একেবারে টানা কর্মসূচি চলবে।’’
জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রতকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দায়িত্ব পেয়েই সোমবার মনোনয়ন দিয়েছেন তিনি। আর সংসদে পা রেখেই যে তিনি শ্রমিকদের পিএফ নিয়ে সরব হবেন তাও বলেছেন ঋতব্রত। তিনি বলেছেন, ‘‘আমরা চেষ্টা করব এই সংসদ অধিবেশনেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পিএফে যে দুর্নীতি হচ্ছে তা তুলে ধরতে। পিএফে যে ডিউস, পিএফের যে বকেয়া চেপে দেওয়া হচ্ছে, মালিকপক্ষের সঙ্গে যোগসাজশে, এর ফলে শ্রমিক শ্রেণি মারা পড়ছে। সেই কারণেই জানুয়ারি মাসের শুরু থেকেই আমরা কর্মসূচি নিয়েছি।’’