টেট পরীক্ষার ফল পুজোর আগেই। —ফাইল চিত্র।
পুজোর আগেই টেট পরীক্ষার ফলপ্রকাশ, জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়েছে, মঙ্গলবারই পর্ষদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হবে। সেই মতো শুরু হবে মেধার ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া। পুজোর আগেই চূড়ান্ত ফলপ্রকাশ হয়ে যাবে, তবে তার আগে পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করে দেবে পর্ষদ।
পুজোর আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে গত সপ্তাহের শুরুতেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মতোই, অতিমারি পরিস্থিতির দিকে নজর রেখে, রাজ্যের সহযোগিতায় পুজোর আগে নিয়োগ সেরে ফেলা হবে বলে মঙ্গলবার ঘোষণা করল পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়, পর্ষদের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তার উপর ভরসা রাখা উচিত কর্মপ্রার্থীদের। এ দিক ওদিক কান দিলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যোগ্যতা অনুযায়ী, মেধার ভিত্তিতে উত্তীর্ণ সকলেই নিয়োগপত্র হাতে পাবেন।