মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। —ফাইল চিত্র।
দুর্নীতির অভিযোগ করায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন এক অস্থায়ী কর্মী। অপূর্ব ঘোষ নামে ওই কর্মী বহরমপুর থানায় অভিযোগ দায়েরও করেছেন। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘হুমকির একটা অভিযোগ দায়ের হয়েছে। সত্যতা যাচাই করে দেখা হবে।’’
অপূর্ব জানান, তিনি ইতিমধ্যেই রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, ঠিকাদারি সংস্থায় বরাত দেওয়ার থেকে বিভিন্ন বিষয়ে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক ভাবে লাভবান হয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমিতচন্দ্র দা। বিষয়টি নিয়ে তিনি সরব হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে দাবি অপূর্বের। তিনি বলেন, ‘‘করোনার সময় দু’বছর কাজ করেছিলাম। হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করা হল, সে বিষয়ে কোনও সদুত্তর দেওয়া হয়নি। প্রিন্সিপাল বলেছিলেন, কাজের সুযোগ তৈরি হলে আমাদের নেওয়া হবে। কিন্তু আমাদের বাদ দিয়ে অন্যদের নেওয়া হয়। তার পরেই আমি ও আমার মতো অনেকেই দুর্নীতি দমন শাখায় অভিযোগ করি। তার পর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মধ্যরাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে।”
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমিতচন্দ্র দা বলেন, ‘‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সত্যতা প্রমাণ করতে পারলে চাকরি থেকে পদত্যাগ করব।’’