West Bengal Weather Update

উত্তুরে হাওয়ার দাপটে জেলায় জেলায় পারদপতন, তবে ফের শীতের ‘কাঁটা’ হতে পারে পশ্চিমি ঝঞ্ঝা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির নীচে। দমদমেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। পশ্চিমি ঝঞ্ঝায় কিছু দিনের মধ্যে তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১০:৩৩
উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে।

উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। —ফাইল চিত্র।

উত্তুরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছে শীত। এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে বেশ খানিকটা। কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরে স্বাভাবিকের নীচে। যদিও নতুন করে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রির বেশি ওঠেনি, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির নীচে। আপাতত আগামী তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পর আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ।

৪ জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ আবার হবে ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে। আগামী মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশা নিয়ে সতর্ক করা হয়েছে।

শুক্রবার দমদমে ১২.৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এ ছাড়া, উলুবেড়িয়ায় ১০.৪, ডায়মন্ড হারবারে ১২, বাঁকুড়ায় ১০, কৃষ্ণনগরে ১০.৮, শ্রীনিকেতনে ৮.৬, পানাগড়ে ১০, আসানসোলে ৯.৬, কল্যাণীতে ১০.৪ এবং ঝাড়গ্রামে ৮.৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
আরও পড়ুন