নন্দীগ্রাম ভোট মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রী নিরপেক্ষ বিচার চেয়ে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানিয়েছিলেন। এ বার বিরোধী দলনেতা নিরপেক্ষ বিচার চেয়ে ওই মামলা অন্য উচ্চ আদালতে সরানোর আর্জি জানালেন।
নন্দীগ্রাম ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়ে এ বার সুপ্রিম কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। তাঁর ধারণা, কলকাতা হাই কোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যে কোনও হাই কোর্টে এই মামলা সরানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ মূলত শুভেন্দুর বিরুদ্ধে। প্রথমে ওই মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে যায়। বিচারপতি চন্দের সঙ্গে বিজেপি-র পূর্ব যোগ রয়েছে, এই অভিযোগ তুলে ‘নিরপেক্ষ’ বিচারের জন্য ওই বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানান মমতা। মমতার সেই আর্জি মেনে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি চন্দ। মামলাটি ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।
বুধবার সেই মামলার শুনানি হয়। পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী মাসে। তার আগেই বুধবার এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করেন নন্দীগ্রামের বিধায়ক। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি। তবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিনক্ষণ এখনও ধার্য হয়নি।