সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। মামলাটি আগামী বুধবার শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। আরজি কর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। ২৯ জানুয়ারি মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।
আরজি কর মামলায় সঞ্জয়কে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে গত শনিবার। তার পর সোমবার তাঁর শাস্তি ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবারই কলকাতা হাই কোর্টে মামলা করে রাজ্য সরকার। তাদের বক্তব্য, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রাপ্য। হাই কোর্টে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার সেই মামলার শুনানি হবে।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। তারা চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কেই চিহ্নিত করেছিল। তার ভিত্তিতে দু’মাস ধরে বিচারপ্রক্রিয়া চলেছে শিয়ালদহ আদালতে। সিবিআই সেখানে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। কিন্তু বিচারক জানান, এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে তিনি মনে করছেন না। তাই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না দোষীকে। তবে সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাঁকে আমৃত্যু কারাবাস করতে হবে।
আরজি করের ঘটনায় দু’টি মামলা হয়েছিল। একটি, ধর্ষণ-খুনের ঘটনার মামলা এবং অন্যটি আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা। দু’টি মামলাই স্বতঃপ্রণোদিত ভাবে শুনবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। ইতিমধ্যে একাধিক বার সেখানে আরজি কর সংক্রান্ত শুনানি হয়েছে। তবে সঞ্জয়ের শাস্তি ঘোষণার পর এখনও সুপ্রিম কোর্ট মামলাটি শোনেনি। জানা গিয়েছিল, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তালিকায় আরজি কর মামলা রয়েছে। কিন্তু বুধে শুনানি হল না। আগামী বুধবার এই সংক্রান্ত মামলা শুনবে আদালত।