SUC

KMC Election 2021: কলকাতায় ২০  প্রার্থী এসইউসি-র

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৬:৫৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে প্রার্থী দিল এসইউসি। দলের কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী রবিবার জানান, অস্বাভাবিক মূলব্যবৃদ্ধি এবং বেকারত্বের চাপে কলকাতার মানুষ বিপর্যস্ত। সেই নাগরিকদের জীবন-জীবিকা এবং পুর পরিষেবার নানা সমস্যা নিয়ে তাঁদের দল আন্দোলন করে। ওই সব আন্দোলনের দাবি আদায় করতে এবং আন্দোলনগুলিকে আরও শক্তিশালী করতে কলকাতা পুরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। সুব্রতের কথায়, “আশা করব, মানুষ ২০টি ওয়ার্ডে এসইউসি প্রার্থীদের জেতানোর মধ্য দিয়ে নিজেদের লড়াইয়ের দাবি আদায়ের পথে এগিয়ে যাবেন।”

Advertisement
Advertisement
আরও পড়ুন