Vice Chairman of West Bengal Joint Entrance Board

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে সোনালি

রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১০:০৮
Sonali Chakravarti Banerjee

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। গত সোমবার রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন সোনালি। এর আগে আদালতের নির্দেশে উপাচার্য পদ থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। উপাচার্য পদ থেকে সরে গেলেও বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনা করেন সোনালি।

রাজ্য উচ্চশিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সোনালি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন। তবে এই পদে নিযুক্ত করা হলেও কোনও নতুন বেতন বা ভাতা পাবেন না তিনি। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য সোনালি যে পরিমাণ বেতন বা ভাতা পান, সমপরিমাণ বেতন বা ভাতাই ভবিষ্যতে পাবেন।

Advertisement

সোনালির বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত বা উচ্চশিক্ষা দফতরের তরফে পদ সংক্রান্ত নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ভাইস চেয়ারম্যানের পদ বহাল থাকবে সোনালির। এমনটাই উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করেছেন সোনালি। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি। বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন মলয়েন্দু সাহা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক তিনি।

Advertisement
আরও পড়ুন