Coromandel Express Accident

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জের, দক্ষিণ ভারতগামী সব ট্রেন বাতিল

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জের এসে পড়ে হাওড়া স্টেশনে। বাতিল করা হয় দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ২০:৪৪
image of the accident site

দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। তার জের এসে পড়ল হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলে। — নিজস্ব চিত্র।

ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওড়িশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না।

শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।

Advertisement

এই ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওড়িশাগামী ট্রেনও বাতিল। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য, আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, চেন্নাই মেল। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। এছাড়াও হাওড়া-পুরী সুপারফাস্ট, হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

Image of helpline numbers

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শনিবার অর্থাৎ ৩ জুনও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলির মধ্য অন্যতম, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ২০৮৮৯/২২৮৯০ হাওড়া-তিরুপতি-হাওড়া হমসফর এক্সপ্রেস। এছাড়াও খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল, ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩/০৮০৬৪ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল। শালিমার স্টেশন থেকে ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

শনিবার অর্থাৎ ৩ জুনও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলির মধ্য অন্যতম—

  • ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
  • ১২৭০৩ হাওড়া-সেকন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
  • ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
  • ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হমসফর এক্সপ্রেস

এছাড়াও খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল—

  • ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস
  • ০৮০৬৩/০৮০৬৪ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল

শালিমার স্টেশন থেকে বাতিল করা হয়েছে—

  • ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ১২৮২১/১২৮২২ পুরী-শালিমার-পুরী ধৌলী এক্সপ্রেস

শনিবার আরও বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। তার মধ্যে রয়েছে—

  • ০৮৪১৫/০৮৪১৬ জলেশ্বর-পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
  • ০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর মেমু স্পেশাল
  • ১২৮৯১/১২৮৯২ বাংরিপসি-পুরী-বাংরিপসি সুপারফাস্ট
  • ০৮০৩১/০৮০৩২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল
  • ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস
  • ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর মেমু
  • ১২০৭৩/১২০৭৪ জনশতাব্দী এক্সপ্রেস
  • ১২২৭৭/১২২৭৮ হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • ১২৮১৫ পুরী-আনন্দবিহার নন্দনকানন এক্সপ্রেস
  • ০৮৪৩৯ পুরী-পটনা এক্সপ্রেস
  • ১২৫০৯ বেঙ্গালুরু-গুয়াহাটি সুফারফাস্ট এক্সপ্রেস
  • ১২৮৪২ চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস
  • ১২৮৩৮ পুরী-হাওড়া সুফারফাস্ট
  • ১৮৪১০ পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস
  • ০৮০১২ পুরী-ভাঞ্জপুর স্পেশাল
  • ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল
  • ১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুফারফাস্ট
  • ২২৮৮৯/২২৮৯০ দিঘা-পুরী-দিঘা সুপারফাস্ট
  • ১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্য়া সুপারফাস্ট
  • ১২৮৬৪ বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট
  • ১২২৫৩ বেঙ্গালুরু-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস
আরও পড়ুন
Advertisement