Mid Day Meal

মিড-ডে মিলে পড়ুয়াদের জন্য বাড়তি পুষ্টি, দিন কয়েকের মধ্যেই বদলে যাবে খাদ্যতালিকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিএম পোষণ প্রকল্পের আওতায় পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১১:৩৩
বাড়ল মিড-ডে মিলের বরাদ্দ।

বাড়ল মিড-ডে মিলের বরাদ্দ। ফাইল চিত্র।

পড়ুয়াদের জন্য সুখবর। খুব শীঘ্রই বদলে যেতে চলেছে মিড ডে মিলের খাদ্যতালিকা। তার উদ্দেশ্য, পড়ুয়াদের বাড়তি পুষ্টি দেওয়া। সেই কারণে মিড ডে মিলের বরাদ্দও বাড়ানো হয়েছে। এই মর্মে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের ২৪টি জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ি মহকুমার মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পিএম পোষণ প্রকল্প’-এর আওতায় পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড-ডে মিল প্রকল্পে। পড়ুয়াদের খাদ্যতালিকায় ডিম, মুরগির মাংস এবং মরসুমি ফল রাখার জন্য ওই টাকা দেওয়া হচ্ছে বলেও লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে। যা পড়ুয়াদের বাড়তি পুষ্টি দিতে সাহায্য করবে বলে মনে করছে শিক্ষা দফতর। সে কারণেই এই উদ্যোগ বলেও লেখা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Advertisement

এই বরাদ্দ দেওয়া হয়েছে আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল এই ৪ মাস অর্থাৎ ১৬ সপ্তাহের জন্য। প্রসঙ্গত, মিড-ডে মিলের টাকার ৬০ শতাংশ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য।

মিড ডে মিলে বরাদ্দবৃদ্ধি নিয়ে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সভাপতি অনিমেষ হালদার বলেন, ‘‘পৌষ্টিক আহারের জন্য সপ্তাহে যে ২০ টাকা বরাদ্দ হয়েছে তা অত্যন্ত কম। একটা ডিমের দাম ৭ টাকা। সেখানে মাংস বা ফল তো পরের কথা। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement