TMC

Rudranil Ghosh: অভিষেক যে দিন বিজেপিতে যাবেন, সে দিন তৃণমূলে ফিরতে পারি: রুদ্রনীল

রুদ্রনীল বলেন, ‘‘বর্তমান শাসকদল যে ভাবে উপকার করার নাম করে টালিগঞ্জের শিল্পীদের এমন ভাবে বেঁধে ফেলার চেষ্টা করছে, তা বিপজ্জনক।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১২:৫০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। ফল প্রকাশের পর উল্টো স্রোতের পালা। ক’দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রাজনৈতিক মহলের গুঞ্জনে উঠে আসছে আরও কয়েকজন গেরুয়া ব্রিগে়ডের নেতা নেত্রীর নাম। এই অবস্থায় কী ভাবছেন রুদ্রনীল ঘোষ? তিনিও কি পুরনো দল তৃণমূলে ফিরছেন? জবাবে বিজেপি নেতা বলছেন, ‘‘যত মানুষ স্রোতের মতো বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন, তারা সবাই চাপে পড়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কাজ খোয়ানোর ভয় কাজ করছে।’’ নিজের দাঁড়ির দিকে ইঙ্গিত করে রুদ্রনীল বলেন, ‘‘আমারও কাজের কিছু কিছু সমস্যা হচ্ছে। এই যে দাঁড়ি বেড়ে যাচ্ছে তার একটা বড় কারণ এটাই।’’

Advertisement

রুদ্রনীল ঘোষ কি তৃণমূলে ফিরবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এই প্রশ্নের উত্তর দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি যেদিন বিজেপিতে যোগ দেবেন, সেদিনই আমার তৃণমূলে ফেরার ডিল হবে।’’

তৃণমূলকে খোঁচা দিয়ে রুদ্রনীল বলেন, ‘‘বর্তমান শাসকদল উপকার করার নাম করে টালিগঞ্জের শিল্পীদের এমন ভাবে বেঁধে ফেলার চেষ্টা করছে, তা বিপজ্জনক।’’ এই পরিস্থিতি না বদলালে স্টুডিয়ো পাড়ার কর্মীদের দলদাস হয়েই থাকতে হবে বলেও মনে করেন তিনি।

Advertisement
আরও পড়ুন