Local Train Cancel in Sealdah Division

টানা ৪ দিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল, বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল, কিছু এক্সপ্রেসও

বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন একটি ব্রিজের মেরামতির প্রয়োজন। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮
Regulating train movement completely in the Dumdum-Dankuni Section for four days

বালিঘাট স্টেশন। —ফাইল চিত্র।

বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি সেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। সেই কারণে টানা চার দিন ওই সেতু দিয়ে কোনও ট্রেন চলবে না। বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল। শুধু ডানকুনি লোকাল নয়, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম। তবে কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

Advertisement

সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন ব্রিজের মেরামতির প্রয়োজন। ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে।

শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।

তবে ১৭ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-অজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন