Death By Electrocution

হোটেলে আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু দুই ইলেকট্রিক মিস্ত্রির

পুলিশ জানিয়েছে, মৃত দুই ইলেকট্রিক মিস্ত্রির নাম অশোক দিগর (২৬) ও বরুণ শিকারি (২৪)। সোমবার মৃত দুই ইলেকট্রিক মিস্ত্রির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২৩:২৯

—প্রতীকী চিত্র।

হোটেলে বৈদ্যুতিক আলো দিয়ে সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ইলেকট্রিক মিস্ত্রির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার হেতাগোড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই ইলেকট্রিক মিস্ত্রির নাম অশোক দিগর (২৬) ও বরুণ শিকারি (২৪)। সোমবার মৃত দুই ইলেকট্রিক মিস্ত্রির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুই আগে ঝড়ের তাণ্ডবে হেতাগোড়া এলাকার একটি হোটেলের বাইরের অংশে থাকা রঙিন আলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার বিকালে হোটেলের ম্যানেজার ওই বিদ্যুৎসংযোগ মেরামত করার জন্য ওই দুই মিস্ত্রিকে ডেকে আনে। বিদ্যুৎ সংযোগ মেরামত করার পাশাপাশি হোটেলের সামনে সৌন্দর্যায়নের জন্য রঙিন আলো লাগানোর কাজ করছিলেন অশোক ও বরুণ। আচমকাই রাস্তার ধারে থাকা হাইটেনশান লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তাঁরা। তড়িঘড়ি হোটেলের অন্যান্য কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আরও পড়ুন