Birbhum

বীরভূমের খয়রাশোলে দিনেদুপুরে ডাকাতি! লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না লুট দোকান থেকে

সোমবার দুপুর ১টা নাগাদ খয়রাশোল ব্লকের লাউবেড়িয়া এলাকার মানস নন্দী নামে এক জন বাবুইজোড় গ্রামে একটি গয়নার দোকানে বেশ কিছু গয়না তৈরির বরাত দিতে এসেছিলেন। তখনই ঢোকে ডাকাত দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৭:১৫
robbery

—প্রতীকী চিত্র।

দিনেদুপুরে গয়নার দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না এবং নগদ অর্থ টাকা ডাকাতির অভিযোগ উঠল বীরভূমের খয়রাশোল এলাকায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ১টা নাগাদ খয়রাশোল ব্লকের লাউবেড়িয়া এলাকার মানস নন্দী নামে এক জন বাবুইজোড় গ্রামে একটি গয়নার দোকানে বেশ কিছু গয়না তৈরির বরাত দিতে এসেছিলেন। ঠিক ওই সময়েই বাবুইজোড় বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরবাইকে করে ছয় দুষ্কৃতী ওই দোকানে ঢোকে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার গয়না এবং টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ।

ডাকাতির পর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বাইকে উঠে চম্পট দেয় ওই ছ’জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকড়তলা থানার বাবুইজোড় বাসস্ট্যান্ড এলাকায়।

ইতিমধ্যে কাঁকড়তলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকড়তলা থানার পুলিশ।

Advertisement
আরও পড়ুন