West Bengal Weather Update

সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত নয়! পশ্চিমি ঝঞ্ঝায় হোঁচট উত্তুরে হাওয়ার, আবার বাড়ছে তাপমাত্রা

শুক্রবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১০:৫৩
দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী। —ফাইল চিত্র।

পশ্চিমি ঝঞ্ঝায় আবার বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। রবিবার থেকেই তাপমাত্রার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের মধ্যে বেশ খানিকটা চড়তে পারে পারদ। উত্তরবঙ্গের দু’-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

শুক্রবার অবশ্য কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। আগামী দু’দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকছে। কুয়াশার কারণে সমস্যা হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু’দিন তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে পারদ কিছুটা চড়তে পারে। জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া থাকছে শুকনো। সোমবার দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, কুয়াশার কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের নীচে।

উত্তর-পশ্চিম ভারতে শুক্রবার হাজির হয়েছে নতুন পশ্চিমি ঝঞ্ঝা। আপাতত পৌষ সংক্রান্তির শীতে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সেটাই। এর প্রভাবে উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গে অবাধে প্রবেশ করতে পারছে না। ঝঞ্ঝার প্রভাব কাটলে তাপমাত্রা আবার কমতে পারে।

Advertisement
আরও পড়ুন