Body Recovered in Bishnupur

বিষ্ণুপুরে ভাড়াবাড়ির দাওয়া থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রজনীশের বয়স ৫৫ বছর। তিনি উত্তরপ্রদেশের মহম্মদপুরের বাসিন্দা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় দীর্ঘ দিন ধরে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:০৯
বিষ্ণুপুরের এই বাড়ি থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ।

বিষ্ণুপুরের এই বাড়ি থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ। —নিজস্ব চিত্র।

বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বাড়ির দাওয়া থেকে ভিন্‌রাজ্যের এক শ্রমিকের দেহ উদ্ধার হল সোমবার সকালে। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে ভাড়া থাকতেন রজনীশ চৌহান নামে ওই ব্যক্তি। তিনি কী ভাবে মারা গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রজনীশের বয়স ৫৫ বছর। তিনি উত্তরপ্রদেশের মহম্মদপুরের বাসিন্দা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় দীর্ঘ দিন ধরে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। রজনীশ বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধূলাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো রজনীশ রবিবার রাতে কারখানার কাজ সেরে বাড়ি ফেরেন। তার পর খাওয়াদাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দা দেখেন রজনীশের দেহ পড়ে রয়েছে বাড়ির দাওয়ায়। বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

রজনীশ যেখানে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক জয়শ্রী চট্টোপাধ্যায় বলেন, ‘‘দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন রজনীশ। তার পরও তিনি কারখানায় নিয়মিত কাজে যেতেন। রবিবার রাতে কাজ থেকে ফিরে শুয়ে পড়েন তিনি। তার পর কী ভাবে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না।’’ বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘‘প্রাথমিক ভাবে ওই ব্যক্তির দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার কথা জানার পর তারা বিষ্ণুপুরের উদ্দেশে রওনা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন