Andhra Pradesh

অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত চার শ্রমিক, গুরুতর আহত আরও এক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচ শ্রমিক। ছিটকে পড়েন চার জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:২৮
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল চার শ্রমিকের।

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল চার শ্রমিকের। — প্রতিনিধিত্বমূলক ছবি।

অন্ধ্রপ্রদেশে মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চার শ্রমিকের। গুরুতর জখম আরও এক জন। রবিবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার তাদিপাররু গ্রামে ঘটনাটি ঘটেছে।

Advertisement

রবিবার ওই গ্রামে একটি অনুষ্ঠানে দুর্ঘটনাটি ঘটে। ফ্লেক্স ব্যানার লাগাতে গিয়ে আচমকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচ শ্রমিক। ছিটকে পড়েন চার জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের নাম বীররাজু, নগেন্দ্র, মণিকান্ত এবং কৃষ্ণ। গুরুতর আহত অবস্থায় পঞ্চম শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি বলেন, ‘‘এরকম একটি অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমরা চার জনকে হারালাম। সরকার এই দুঃসময়ে ওই চার শ্রমিকের পরিবারের পাশে রয়েছে।’’ পাশাপাশি, জখম চিকিৎসায় নজরদারির জন্য স্থানীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু। এ ছাড়াও, রাজ্য সরকারের তরফে মৃত শ্রমিকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে এখনও চলছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন