Birbhum

ভয়ে বেরোননি নেতারা, দায়িত্ব পেলে দেখিয়ে দেব কী ভাবে জমি উর্বর করতে হয়, বলছেন সেই দুধকুমার

দুধকুমার মণ্ডলের মতে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের পাশে দাঁড়াননি দলীয় নেতারা, তাঁরা ঘর থেকে বার হননি ভয়ে। দল দায়িত্ব দিলে তিনি জমি ‘ঊর্বর’ করবেন বলেও হুঙ্কার তাঁর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫০
দুধকুমার মণ্ডল।

দুধকুমার মণ্ডল। — ফাইল চিত্র।

আবার প্রকাশ্যে এল বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নেতাদের আবার এক বার তোপ দাগলেন বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। তাঁর মতে, রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের পাশে দাঁড়াননি দলীয় নেতারা, তাঁরা ঘর থেকে বার হননি ভয়ে। দল তাঁকে দায়িত্ব দিলে বীরভূমের জমি দলের জন্য ‘উর্বর’ করে ফেলবেন বলেও হুঙ্কার দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ বীরভূমের বিজেপি নেতৃত্ব।

সোমবার রামপুরহাটে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দুধকুমার। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন রাজ্যে ভোট-পরবর্তী পর্বে বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে। দুধকুমার বলেন, ‘‘মানুষের কাছে আমি একক ভাবে গিয়েছি। মানুষের দুঃখ ছিল। যাঁরা দায়িত্বপ্রাপ্ত নেতা, তাঁরা ভয়ে ঘর থেকে বেরোননি, যাননি। মানুষ ভেবেছে, ‘আমরা ভোটে বিজেপির সঙ্গে থাকলাম। কিন্তু বিজেপি নেতারা কেন আমাদের সঙ্গে নেই?’ এই রকম এক জন নেতাকে মানুষ খুঁজছে।’’ এর পরই নিজের কথা তুলে ধরে দুধকুমার বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে মাঠে নামার জন্য দল আমাকে কোনও দায়িত্ব দেয়নি। আমাকে জানায়ওনি। আমাকে যদি মাঠে নামতে বলে, আমি কী ভাবে বীরভূম জেলার অনুর্বর মাটিকে উর্বর এবং শস্যশ্যামলা করতে হয়, সেটা আমি দেখিয়ে দেব।’’ ওই বিজেপি নেতার দাবি, দলীয় কর্মীরা তাঁকে বলেছেন, ‘‘আপনি যদি আবার ফেরেন, তা হলে আমরা আপনার সঙ্গে সেই লড়াইয়ে থাকব।’’

Advertisement

দুধকুমারের মন্তব্য নিয়ে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, ‘‘দুধকুমার মণ্ডল প্রবীণ নেতা। উনি আজকে যে অনুষ্ঠান করেছেন, তা সামাজিক ভাবে করেছেন। ভাল লাগল। উনি নিজেই বলেছেন, ওঁকে না কি রাজ্য নেতৃত্ব কর্মসূচিতে যেতে নিষেধ করেছে। আর উনি আমাদের সাংগঠনিক জেলার নন। ওঁর বিষয়ে আমার কিছু বলার নেই।’’

দুধকুমারের মন্তব্যকে সামনে রেখে কটাক্ষ করেছে তৃণমূল। বীরভূম জেলার তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোাপাধ্যায় বলেন, ‘‘যে দলে মানুষের সমর্থন নেই, তাদের আবার গোষ্ঠীদ্বন্দ্ব! নিজেদের মধ্যে খাওয়ার লড়াই। এ ছাড়া আর কিছুই নয়। তৃণমূল বিজেপিকে নিয়ে ভাবতে রাজি নয়।’’

এই প্রথম নয়, এর আগেও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দুধকুমার। ফেসবুকে তিনি লেখেন, ‘জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ, আমাকে যাঁরা ভালবাসেন, তাঁরা চুপচাপ বসে যান।’ সেই সময়েও বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসে প্রকাশ্যে। সেই তালিকায় এ বার নবতম সংযোজন দুধকুমারের ‘উর্বর’ মন্তব্য।

Advertisement
আরও পড়ুন