Bolpur

ফের সোনাঝুরি হাটের জঙ্গলে আগুন, উঠছে ষড়যন্ত্রের তত্ত্ব

কিছু দিন আগেই এই সোনাঝুরি হাটের জঙ্গলে আগুন লাগে। ফের লাগল। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে বেশ কিছু সোনাঝুরির গাছ ক্ষতিগ্রহস্ত হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৯
সোনাঝুরি জঙ্গলে ফের আগুন।

সোনাঝুরি জঙ্গলে ফের আগুন। নিজস্ব চিত্র।

বোলপুরের সোনাঝুরি হাটে ফের আগুন। শনিবার আগুন দেখতে পেয়েই তা নেভাতে হাত লাগান স্থানীয়রা। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বার বার এ ভাবে আগুন লাগার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন স্থানীয়রা।

কিছু দিন আগেই এই সোনাঝুরি হাটের জঙ্গলে আগুন লাগে। ফের লাগল। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে বেশ কিছু সোনাঝুরির গাছ ক্ষতিগ্রহস্ত হয়েছে।

Advertisement

ওই এলাকায় কিছু হোটেল, রিসর্ট গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা দিবেন্দু ভট্টাচার্যের অভিযোগ, ‘‘ওই সব হোটেল, রিসর্টের পার্কিং লটের জন্য জায়গা তৈরি করতেই হয়তো বার বার পরিকল্পিত ভাবে আগুন লাগানো হচ্ছে সোনাঝুরির জঙ্গলে। প্রশাসনের এ বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা উচিত। যদি সত্যিই ইচ্ছে করে কেউ এই কাজ করে থাকে তবে তাদের আইন মেনে কঠোর শাস্তি দেওয়া উচিত।’’

তবে এ বিষয়ে কোনও হোটেল কর্তৃপক্ষই মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি তাঁরা এ অভিযোগ মানতেও নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement