Tiger panic

জ়িনতের খোঁজে ‘প্রেমিক’! বাঘিনির দাপাদাপির পর পুরুলিয়ার পাহাড়ে বাঘ, পায়ের ছাপ দেখে আতঙ্ক

বাঘিনি ধরা পড়ার ১০ দিন যেতে না যেতেই আবার বেলপাহাড়ির জঙ্গলে শুরু হল বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্প লাগোয়া মনিয়াডিহির জঙ্গলে বাঘটিকে দেখেছেন বলে দাবি করেন স্থানীয়েরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯
Tiger

(বাঁ দিকে) জ়িনত। (ডান দিকে) রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখছেন স্থানীয়েরা। —নিজস্ব চিত্র।

বাঘিনি জ়িনতের খোঁজে ঝাড়খণ্ড থেকে বাঘ এসে হাজির হল জঙ্গলমহলে? ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির পর পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলার পর এই প্রশ্নই উঠেছে। সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দফতরও। বাঘিনির দাপাদাপির মাত্র দু’সপ্তাহ পর রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়াল এলাকায়। তৎপর বন দফতরও।

Advertisement

গত ডিসেম্বরের শেষে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে জ়িনত নামে এক বাঘিনি এসে হাজির হয়েছিল বাংলার বেলপাহাড়ির জঙ্গলে। দিন দুয়েক সেখানে কাটিয়ে জ়িনত হাজির হয় পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের রাইকা পাহাড়ে। সেখানেও দিন পাঁচেক কাটিয়ে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহি গ্রামে হাজির হয়েছিল বাঘিনি। অনেক হট্টগোলের পরে ২৯ ডিসেম্বর গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাগে আসে বাঘিনি। ঘুমপাড়ানি গুলি করে জ়িনতকে কাবু করে বন দফতর। নতুন বছরের শুরুতে জ়িনত ফিরে গিয়েছে সিমলিপালে।

কিন্তু বাঘিনি ধরা পড়ার ১০ দিন যেতে না যেতেই আবার বেলপাহাড়ির জঙ্গলে শুরু হল বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্প লাগোয়া মনিয়াডিহির জঙ্গলে বাঘটিকে নিজেদের চোখে দেখেছেন বলে দাবি করেছেন পিঁপড়ের ডিম সংগ্রহ করতে যাওয়া কয়েক জন স্থানীয় ব্যক্তি। ওই এলাকায় বেশ কিছু জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। মঙ্গলবার পুরুলিয়ার রাইকায় বাঘের পায়ের ছাপ দেখে মনে করা হচ্ছে, বেলপাহাড়ির জঙ্গল ছেড়ে সেটি পাহাড়ে আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের নেকড়া গ্রামের পাশে বেলডুংরি পাহাড়তলি এলাকায় অনেকগুলো পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্কের শুরু। কেশরা, নেকড়া, লাউপাল, উদোলবনি-সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা আতঙ্কিত। রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় ‘সন্দেহজনক ছাপ’ মিলতেই তৎপর বন দফতরও। পুরুলিয়ার বনকর্মীদের পাশাপাশি সুন্দরবন থেকে একটি বিশেষ প্রশিক্ষিত দলও পৌঁছেছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। বাঘের খোঁজে শুরু হয় যৌথ তল্লাশি। যদিও তন্ন তন্ন করে খুঁজেও বনকর্মীরা বাঘের দেখা পাননি এখনও। বন দফতর সূত্রের খবর, ওই বাঘটির গলায় রেডিও কলার না-থাকায় তার অবস্থান স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। বনকর্মীদের ধারণা, বাঘ যদি পুরুলিয়ায় ঢুকেই থাকে সে এখনও পর্যন্ত জ়িনতের ‘রুট’ অনুসরণ করে চলেছে। সে ক্ষেত্রে মহিলাসঙ্গী পাওয়ার আশায় বাঘটি খোঁজ চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন