(বাঁ দিকে) রোহিত শর্মা। বিরাট কোহলি (ডান দিকে)। — ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া সিরিজ় হারের পরেই কড়া হয়েছে ভারতীয় বোর্ড। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে তারা। তার মধ্যেই একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সেই বিষয়টি তুলে ধরেছেন।
বোর্ড নির্দেশ দিয়েছে, কোনও ক্রিকেটারের মালপত্রের ওজন ১৫০ কিলোর বেশির হলে বোর্ড বাড়তি খরচ দেবে না। ১৫০ কিলো পর্যন্ত বোর্ড খরচ বহন করবে। তার বেশি হলে ক্রিকেটারকেই সেই অতিরিক্ত খরচ বহন করতে হবে। প্রশ্ন উঠছে, কী এমন থাকে ক্রিকেটারদের মালপত্রে যে ওজন ১৫০ কিলোও ছাড়িয়ে যাচ্ছে?
এই নির্দেশিকাতেই চমকে গিয়েছেন আকাশ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “বোর্ড নাকি ১৫০ কিলো পর্যন্ত মালপত্রের খরচ বহন করবে। বাকিটা দেবে ক্রিকেটার। একটা সফরে কেন একজন ক্রিকেটার ১৫০ কিলো মালপত্র নিয়ে যাবে? কোনও ক্রিকেট কিট ব্যাগের ওজনই ৪০ কিলোর বেশি হয় না। কারণ ১৫টা ব্যাটের ওজনই ২০ কিলোর কম। তার মানে ১১০ কিলোর জামাকাপড়?? তাতেও নাকি কারও কারও পোষাচ্ছে না! বোর্ড অতিরিক্ত মালপত্রের টাকা দেবে এটা ভেবে নেওয়া হচ্ছে কেন?”
এ ছাড়া, বোর্ড নির্দেশ দিয়েছে যে কোচ এবং ক্রিকেটারদের টিম বাসে একসঙ্গে ভ্রমণ করতে হবে। এক কর্তার দাবি, এই নিয়ম আগে থেকেই ছিল। তবে সম্প্রতি কিছু কিছু ক্রিকেটার নিজেদের মতো করে যাতায়াত করছিলেন। সেটা বন্ধ করতে চায় বোর্ড।
এই বিষয়টি নিয়েও আপত্তি রয়েছে আকাশের। তিনি লিখেছেন, “সব ক্রিকেটারকে টিম বাসে যেতে হবে, এই বিষয়টাও বিভ্রান্তিকর। এই জিনিস তো বরাবরই ছিল। যদি এখন আর তা না থেকে থাকে, তা হলে খুঁজে বার করতে হবে কে সেটা বদলাল এবং কেন?”