বিচারের দাবিতে এসএফআইয়ের পদযাত্রা। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের ‘ব্যর্থতা’, কেন্দ্র-রাজ্যের আঁতাঁতের অভিযোগ তুলে এবং বিচারের দাবিতে সোমবার রাজ্যের নানা প্রান্তে পথে নামল বিরোধীরা। টানা যাতে সিবিআইয়ের উপরে চাপ বজায় রাখা যায়, সেই জন্য আর্জি জানিয়েছেন আর জি করের নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা-মা’ও। তবে ফের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে ‘নতুন নাটক’ বলে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ন্যায়-বিচার, সোদপুর ট্র্যাফিক মোড়ের নাম ‘তিলোত্তমা মোড়’ হিসেবে ঘোষণা করা-সহ বিভিন্ন দাবিতে এ দিন সোদপুর থেকে ‘জাস্টিস মার্চ’ শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। পরে মধ্যমগ্রাম চৌমাথায় সভাও হয়েছে। এসএফআইয়ের ওই পদযাত্রা আজ, মঙ্গলবার বারাসতে শেষ হওয়ার কথা। কর্মসূচিতে যোগ দিয়েছেন সংগঠনের সর্বভারতীয় দুই যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, জেলা সম্পাদক আকাশ কর প্রমুখ। সৃজনের বক্তব্য, “তৃণমূল-বিজেপির বোঝাপড়ায় বিচারের দাবি বিলীন হয়ে যাবে আর সন্দীপ ঘোষেরা ছাড়া পাবে, এটা হতে পারে না।” শিলিগুড়িতে কার্যত একই সুরে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, “পুলিশ-প্রশাসন অপদার্থ। দেশ ও রাজ্য সরকার যখন অপরাধকে পিঠ চাপড়ে প্রশ্রয় দেয়, তখন আইন-শৃঙ্খলার এমন হাল এবং রায় চোখে দেখতে হবে। সিবিআই তদন্তেও রাজ্যবাসী আস্থা হারাচ্ছেন।” কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বোঝাপড়ার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও।
সিবিআইয়ের বিরুদ্ধে ফের সরব হয়েছেন আর জি করের নিহত ছাত্রীর মা-বাবা। পানিহাটি নাগরিক মঞ্চের প্রতিবাদ মিছিলে এ দিন যোগ দিয়েছিলেন তাঁরা। বাবার বক্তব্য, “আস্থা হারিয়ে কার কাছে যাব? সিবিআইয়ের গাফিলতি। তাদের বিরুদ্ধে যতটা কথা বলা যায়, সেটা ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীরা বলছেন। চাপটা বজায় থাকলে সিবিআই নিশ্চই কাজ করবে।” মায়ের বক্তব্য, ‘‘পাঁচ দিনে পুলিশ যা করেছিল, চার মাস ধরে সিবিআই সেটাই বলে চলেছে! একমাত্র ভরসা, এখনও এত মানুষ প্রতিবাদ করতে আসছেন।’’
আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই কেন সময়ে চার্জশিট দিতে পারল না, এই প্রশ্নে শিয়ালদহ আদালতের বাইরে কয়েকটি গণ-সংগঠন এবং মানবাধিকার সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। ‘তিলোত্তমার বিচার আর কবে’, এই স্লোগান দিয়ে পার্ক সার্কাস থেকে সিবিআইয়ের দফতর নিজ়াম প্যালেস অভিযান করেছে আইএসএফ-ও। টানা লড়াইয়ের বার্তা দিয়ে এবং ‘অশুভ আঁতাঁতে’র অভিযোগে কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। কোচবিহারের বিক্ষোভে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়।
যদিও আর জি কর-কাণ্ডে ফের দানা বাঁধা আন্দোলনকে ‘নতুন নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “বড়দিনের আগে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করে নাটক ছাড়া কী? তদন্ত করছে সিবিআই। আন্দোলন-ধর্না করতে হলে সিবিআইয়ের দফতরের সামনে গিয়ে বসতে পারেন।”