গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্ট। ছবি: সংগৃহীত।
চৌরঙ্গির আর্ট কলেজ শিক্ষাঙ্গনের ফটকে ‘গ্রেড ওয়ান’ ঐতিহ্য-ফলক জ্বলজ্বল করছে। সেই ফটক আটকে, দেড় শতক আগের কলেজে ধ্বস্ত ঐতিহ্য রক্ষার দাবিতে রব তুলে অবস্থানে শামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। ভিতরে ঘেরাও গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্টের অধ্যক্ষ ছত্রপতি দত্ত। সোমবার বিকেল থেকে এই দৃশ্য দেখা গেল। রাত পৌনে ১০টা পর্যন্ত ঘেরাও চলে।
সম্প্রতি কলেজের ভিতরে একতলা থেকে তেতলা পর্যন্ত দেওয়াল জুড়ে থাকা শতাধিক বছরের পুরনো জয়পুরি চিত্রকলার নিদর্শন মুছে ফেলা নিয়ে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। প্রথমে ওই দেওয়াল-চিত্র ২০০৭ সালের সৃষ্টি বলে দাবি করলেও অধ্যক্ষ এ দিন বোঝার ভুলের কথা বলেন। তাঁর দাবি, ‘‘কারও অনুমতি ছাড়া শতাধিক বছরের দেওয়াল-চিত্র (ম্যুরাল) মুছে ফেলে পূর্ত দফতর অন্যায় করেছে। ওই ম্যুরাল আগে বেশ কয়েক বার সংস্কার করা হলেও মুছে ফেলা ঠিক হয়নি। আমি শীঘ্রই জয়পুরে যোগাযোগ করে তা পুনর্নির্মাণের ব্যবস্থা করছি।’’
আর্ট কলেজের ঐতিহ্যশালী ভারতীয় চিত্রকলা বিভাগে দীর্ঘ দিন শিক্ষক নেই। গ্রন্থাগারিক না-থাকায় দারুণ সমৃদ্ধ গ্রন্থাগারও ব্যবহার করা যাচ্ছে না বলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। কলেজের অরাজনৈতিক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবরাজ মুন্সী বলেন, ‘‘অধ্যক্ষের লিখিত আশ্বাসে আমরা রাতে ঘেরাও তুলেছি। তবে আন্দোলন নাগাড়ে চলবে।’’ ছত্রপতি অবশ্য বলেন, ‘‘ছাত্রছাত্রীরা সঙ্গত কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’
ঘেরাও চলাকালীন ছাত্রছাত্রীদের ব্যবহার নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলেই জানান অধ্যক্ষ। তবে, রাজ্য উচ্চশিক্ষা দফতরের ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন (ডিপিআই) নিমাইচন্দ্র সাহা বলেন, ‘‘এই সমস্যাগুলি আমাকে আগে কেউ জানাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’