Agitation In Newtown

‘অবৈধ’ দোকান উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র নিউটাউন! মার, পাল্টা মারের দাবি, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

শনিবার সকালে নিউটাউনের ঝিলপাড় এলাকায় ‘অবৈধ’ দোকান উচ্ছেদ করার অভিযানে নেমেছিল ‘হিডকো’। তার প্রতিবাদ করেন দোকানদারেরা। ওঠে মারধর, পাল্টা মারধরের অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:০২
Protest against HIDCO’s eviction drive in Newtown by shop owners

বুলডোজ়ার দিয়ে ভাঙা হচ্ছে দোকানঘর। —নিজস্ব চিত্র।

‘অবৈধ’ দোকান উচ্ছেদ নিয়ে শনিবার বেলায় উত্তপ্ত হয়ে উঠল নিউটাউন। এ দিন নিউটাউনের ঝিলপাড় এলাকায় অবৈধ দোকান সরানোর অভিযানে নেমেছিল রাজ্যের আবাসন দফতরের অধীনস্ত সংস্থা ‘হিডকো’। বুলডোজার নিয়ে দোকানঘর ভাঙা শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন দোকানদারেরা। তাঁদের বক্তব্য, এই সব দোকান থেকে রুজিরুটি চলে সবার। তাই এগুলি ভেঙে দিলে তাঁদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে।

Advertisement

‘হিডকো’র তরফে বলা হয়, তাদের কর্মীরা দোকানদারদের বাধার মুখে পড়ে। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা কর্মীদের মারধর করেছে বলেও অভিযোগ তোলা হয়। পাল্টা অভিযোগে দোকানদারেরা জানান, তাঁদেরই মারধর করেছেন ‘হিডকো’র কর্মীরা। এই দোকানঘর উচ্ছেদ কর্মসূচির প্রতিবাদে রাস্তায় আবর্জনা জড়়ো করে আগুন জ্বালিয়ে দেন দোকানদারেরা।

তাঁদের একাংশের বক্তব্য, আগাম না-জানিয়েই এই উচ্ছেদ অভিযান শুরু করে ‘হিডকো’। ‘হিডকো’ সূত্রে অবশ্য দাবি করা হয় যে, উচ্ছেদ অভিযানের ব্যাপারে এলাকায় নিয়মিত মাইকিং করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ওই এলাকায় রয়েছে একাধিক সংস্থার অফিস। মূলত অফিসকর্মীদের জন্যই চলে অস্থায়ী ওই দোকানগুলি। শনিবার দুপুরে গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। আপাতত পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন