নিউ ব্যারাকপুর থেকে উদ্ধার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। — প্রতীকী চিত্র।
চার দিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে উদ্ধার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। বছর পনেরোর ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসকয়েক আগে সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই ছাত্রীর। সেখানেই তারা ফোন নম্বর দেওয়া-নেওয়া করে। পুলিশেরকাছে কিশোরী দাবি করেছে, ওইযুবক তাকে কাজ দেওয়ার কথা বললে সে গত ১২ জানুয়ারি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরের দিন কিশোরীর পরিবার হরিহরপাড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার রাতে নিউ ব্যারাকপুরের একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে আরও ১১ জন কিশোরী। তাদের অধিকাংশই নাবালিকা।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা শিশু সুরক্ষা কমিটির কাছে ওই কিশোরীকে পাঠানো হয়। কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, “ওই কিশোরীকে আপাতত হোমে রাখা হয়েছে।’’ অভিযুক্ত যুবক পলাতক।