—প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরেও পুলিশের উপর হামলার অভিযোগ উঠল। শ্লীলতাহানিতে অভিযুক্তের বাড়িতে গিয়ে আক্রান্ত হল পুলিশ! অভিযোগ, এক এসআই-কে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলা। পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘‘ঘটনায় এক এসআই আহত হয়েছেন। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের একটি শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির না-হওয়ায় তিন অভিযুক্তের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। অভিযোগ, বুধবার রাতে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত গড়িয়ার আর্যনগর এলাকায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকর্মীদের উপর চড়াও হন অভিযুক্তেরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এসআই শান্তনু ব্যাধকে। তাঁকে কোনও মতে উদ্ধার করেন বাকি পুলিশকর্মীরা।
যদিও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নীলরতন পাল (৭৬), সৌম্য পাল (২৩), শ্যামল পাল (৪১)। পাল্টা ধৃতদের পরিবারের দাবি, মধ্যরাতে মত্ত অবস্থায় বাড়িতে হামলা চালিয়েছিল পুলিশই। অভিযোগ, পুলিশকর্মীরা বাড়ির দরজা, ঘরের বিভিন্ন জিনিস ভেঙে দিয়েছে। তার কেটে দিয়েছে সিসিটিভির। কম্পিউটারের হার্ডডিস্কও খুলে নিয়েছে। পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ তুলেছেন ধৃতদের পরিবার।
প্রসঙ্গত, বুধবারই উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই দিনে মুর্শিদাবাদের ডোমকলেও এক পুলিশ অফিসারকে অস্ত্রের কোপ মেরে পালিয়েছেন আসামি। একই দিনে একই ঘটনা নরেন্দ্রপুরেও।