গ্রাফিক: শৌভিক দেবনাথ
ঘরের মেয়ে উমার বিদায়লগ্নে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। শুক্রবার সকাল থেকেই দেশের প্রশাসনিক প্রধানরা একে একে টুইট করে শুভেচ্ছা জানাতে থাকেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, ‘বিজয়া দশমী ও দশেরাতে দেশের সহ-নাগরিকদের শুভেচ্ছা জানাই।’
विजया दशमी के शुभ अवसर पर सभी देशवासियों को हार्दिक बधाई। दशहरा, बुराई पर अच्छाई की विजय का प्रतीक है। यह त्योहार हमें नैतिकता, भलाई और सदाचार के रास्ते पर चलने की प्रेरणा देता है। मेरी शुभकामना है कि यह पर्व देशवासियों के जीवन में समृद्धि व प्रसन्नता का संचार करे।
— President of India (@rashtrapatibhvn) October 15, 2021
পোস্টে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষ যেন এই উৎসবের হাত ধরে সৎ জীবন যাপনের পথে আরও একটু এগিয়ে যেতে পারেন।’ সকলকে আনন্দে থাকার কথাও বলেছেন তিনি। টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লিখেছেন, ‘বিজয়া দশমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই।’
विजयादशमी के पावन अवसर पर आप सभी को अनंत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) October 15, 2021
Greetings to everyone on the special occasion of Vijaya Dashami.
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় শুক্রবার সকালে টুইটারে লিখেছেন, ‘বিজয়া দশমীর শুভেচ্ছা...। সকলকে ভগবান রাম আশীর্বাদ করুন। এই উৎসব আসলে মানবিকতার দিকে আরও একটু এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে। আসলে এটি ন্যায়, সত্যের এক জয়ের কথা বলে।’ টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লিখেছেন, ‘মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে।’ মমতার পোস্টে উঠে এসেছে বাংলার সম্প্রীতির কথাও।
মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে,
— Mamata Banerjee (@MamataOfficial) October 15, 2021
শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে।
মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।