Molestation

ঠাকুর দেখে ফেরার পথে মত্ত যুবক-যুবতীদের হাতে আক্রান্ত মা-মেয়ে, মাথা ফাটল মায়ের, আটক ৩

স্থানীয়দের অভিযোগ, পুলিশকেও অকথ্য গালিগালাজ করেন অভিযুক্ত যুবক-যুবতীরা। উত্তরপাড়া থানার পুলিশ তিন যুবতীর সঙ্গীদের আটক করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১১:১৩

প্রতীকি ছবি।

নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে মত্তদের হাতে আক্রান্ত মা-মেয়ে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। তিন জনকে আটক করেছে পুলিশ।

নবমীর মাঝরাত। স্বামীর সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন উত্তরপাড়ার পাতকুয়াতলা এলাকায় বাসিন্দা মাধুরী সিংহ এবং মেয়ে জ্যোতি সিংহ মাইতি। ঘড়িতে তখন রাত দুটো। অভিযোগ, রাস্তায় তিন যুবক-যুবতী মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন। কেন বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করছেন, তা জিজ্ঞেস করায় জ্যোতিকে আচমকা মারধর করতে শুরু করেন যুবক-যুবতীরা। তাঁকে আঁচড়ে-খিমচে দেওয়ার অভিযোগ ওঠে এক মত্ত যুবতীর বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে মা এগিয়ে আসায়, মাধুরীর মাথায় জলের বোতল দিয়ে মারা হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় তাঁর। দম্পতির চিৎকারে এলাকার বাসিন্দারা চলে আসেন। কিছু ক্ষণের মধ্যেই পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশও। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে অকথ্য গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত যুবক-যুবতীরা। উত্তরপাড়া থানার পুলিশ তিন যুবতীর সঙ্গীদের আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

জ্যোতির মা মাধুরী বলেন, ‘‘ঠাকুর দেখে বাড়ি ফিরছি। দেখি ওঁরা মাতলামো করছেন। আমার স্বামী ওঁদের বারণ করেছিল। কিন্তু শোনেনি। তখন মেয়ে জিজ্ঞাসা করে, কেন এ সব করছেন? তার পরই মেয়ের উপর চড়াও হয়। মেয়ের মঙ্গলসূত্র ছিঁড়ে দেয়, আঁচড়ে-খিমচে দেয়।’’ জ্যোতির মায়ের আরও অভিযোগ, তাঁকেও বোতল দিয়ে মারধর করা হয়েছে। মারের চোটে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement