Nawab Sirajuddaula

সিরাজদ্দৌলার হীরাঝিল রক্ষা করতে চেয়ে জনস্বার্থ মামলা হাই কোর্টে, চলতি সপ্তাহে শুনানি

গঙ্গার পাড়ে শেষ স্বাধীন নবাব সিরাজের তৈরি অন্যতম স্থাপত্যের মধ্যে ছিল হীরাঝিল প্রাসাদ। ওই স্থাপত্যের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছে। বাকি অংশ রক্ষা চেয়ে মামলা হাই কোর্টে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫
A photograph of hirajhil prasad

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার সাধের হীরাঝিল প্রাসাদের শেষটুকু টিকিয়ে রাখতে হাই কোর্টে মামলা। —ফাইল ছবি।

কয়েকশো বছর আগে ভেঙে পড়েছিল। প্রাসাদের অনেক অংশ আবার তলিয়ে যায় ভাগীরথীর বুকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার তৈরি হীরাঝিল প্রাসাদের শেষ অংশ টুকু সংরক্ষণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। ওই স্থাপত্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়। হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে নবাব সিরাজদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট। আদালত তাদের মামলাটি গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে।

Advertisement

নবাবি আমলে বাংলা-বিহার-ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ। নবাব মুর্শিদকুলি খাঁ মুর্শিদাবাদ গড়ে তুলেছিলেন। সেখানে নবাবরা অনেক স্থাপত্য, প্রাসাদ তৈরি করেছিলেন। গঙ্গার পাড়ে শেষ স্বাধীন নবাব সিরাজের তৈরি অন্যতম স্থাপত্যের মধ্যে ছিল হীরাঝিল প্রাসাদ। ওই স্থাপত্যের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছে। অনেক পর্যটক মুর্শিদাবাদ ভ্রমণে গিয়ে এখনও ওই জায়গায় যান। জনস্বার্থ মামলায় বলা হয়েছে, হীরাঝিল প্রাসাদের অবশিষ্ট অংশ রক্ষায় প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। মামলাকারীর আবেদন, হাজারদুয়ারি সংরক্ষণ করেছে হেরিটেজ কমিশন। অথচ ঐতিহাসিক ওই জায়গাটি বাদ রাখা হয়েছে। হীরাঝিলের বাকি অংশটি রক্ষা করা হোক। কেন্দ্র বা রাজ্য সরকারকে ওই বিষয়ে নির্দেশ দিক আদালত।

নির্মাণের কয়েক বছর পরেই ভেঙে পড়ে হীরাঝিল প্রাসাদ। সিরাজের পরবর্তী নবাবরা ওই প্রাসাদ রাখতে চাননি। তাঁরা প্রাসাদের নীচের অংশ ভেঙে দেন। পরে ভাগীরথীর গর্ভে কিছুটা অংশ তলিয়ে যায়। প্রশাসনের তরফে দাবি, ওই প্রাসাদ রক্ষা করা খুবই কষ্টকর। গত কয়েক দশক আগে আগাছা পরিষ্কার করে ইমারতটি উদ্ধার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন