Operation Balikatan

বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে এ বার দক্ষিণ চিন সাগরে যুদ্ধের মহড়ায় আমেরিকা-ফিলিপিন্স

ফিলিপিন্সের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া মহড়ায় দু’দেশের ১৪ হাজার সেনা যোগ দিয়েছে। মহড়ায় আমেরিকায় তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেমেসিস এবং হিমার্স রকেট-সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের সুযোগ পাচ্ছে ফিলিপিন্স সেনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২২:৫৬
দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন রুখতে ফিলিপিন্সের সঙ্গে যুদ্ধের মহড়া শুরু করল আমেরিকা।

দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন রুখতে ফিলিপিন্সের সঙ্গে যুদ্ধের মহড়া শুরু করল আমেরিকা। ছবি: রয়টার্স।

তাইওয়ানের পর এ বার ফিলিপিন্স। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন রুখতে আর এক দেশের সঙ্গে যুদ্ধের মহড়া শুরু করল আমেরিকা। সোমবার থেকে ‘অপারেশন বালিকাতান’ নামে ওই পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শুরু হয়েছে বলে পেন্টাগন সূত্রের খবর।

Advertisement

ফিলিপিন্সের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া মহড়ায় দু’দেশের ১৪ হাজার সেনা যোগ দিয়েছে। মহড়ায় আমেরিকায় তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেমেসিস এবং হিমার্স রকেট-সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের সুযোগ পাচ্ছে ফিলিপিন্স সেনা। আগামী ৯ মে পর্যন্ত প্রায় তিন সপ্তাহ ধরে চলবে ‘অপারেশন বালিকাতান’।

প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে বেজিংকে চাপে রাখার জন্য সম্প্রতি অস্ট্রেলিয়া, জাপান এবং ফিলিপিন্সকে নিয়ে নতুন সামরিক জোট ‘স্কোয়াড’ গড়েছে আমেরিকা। তাতে শামিল হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে ভারত এবং দক্ষিণ কোরিয়াকেও। এর আগে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের আধিপত্য রুখতে আমেরিকার নেতৃত্বে ২০০৭ সালে ‘কোয়াড’ (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) গঠিত হয়েছিল। ওই সামরিক জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।

Advertisement
আরও পড়ুন