Bratya Basu

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি মন্ত্রীর

শিক্ষামন্ত্রী আরও জানান, ছাত্র-ভোট, সারপ্লাস বদলি, উৎসশ্রী পোর্টালে আপস-বদলির প্রক্রিয়া চালুর মতো বিষয়গুলি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৪৮
ব্রাত্য বসু।

ব্রাত্য বসু। —ফাইল চিত্র।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হবে এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ভিআইপি রোড সংলগ্ন রঘুনাথপুর এলাকার ন্যাশনাল ইংলিশ স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে বৃহস্পতিবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘পরীক্ষায় মোবাইলের ব্যবহার আটকাতে এবং প্রশ্নপত্র যেন বাইরে না যায়, তা নিশ্চিত করতে গত বছরের প্রযুক্তিই ব্যবহার করা হবে। গত বছর কিছু দুষ্কৃতী প্রশ্ন ফাঁস করার চেষ্টা করেছিল। আমরা সেই চক্রের প্রত্যেককে ধরেছি। এ বার আমরা নিশ্চিত, এমন কোনও ঘটনা দুষ্কৃতীরা ঘটাতে পারবে না।’’ শিক্ষামন্ত্রী আরও জানান, ছাত্র-ভোট, সারপ্লাস বদলি, উৎসশ্রী পোর্টালে আপস-বদলির প্রক্রিয়া চালুর মতো বিষয়গুলি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

Advertisement

এ দিন স্মারক ডাকটিকিট প্রকাশের পাশাপাশি স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার কৃতীদের পুরস্কৃত করেন মন্ত্রী। স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহা বলেন, ‘‘পড়ুয়ারা স্কুলের ২৫ বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান করছে। সম্প্রতি ডাক বিভাগের সহযোগিতায় স্মারক এনভেলপ (খাম) উদ্বোধন হয়েছিল।’’

Advertisement
আরও পড়ুন