অধীর চৌধুরী। ফাইল চিত্র।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিতের তৃণমূলে যোগদান করেছেন সংযত প্রতিক্রিয়া জানালেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘‘আমাদের দলের প্রাক্তন সাংসদ এবং স্বর্গীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের মনে হয়েছে তৃণমূল দলে যোগদান করা উচিত। তাই তিনি যোগদান করেছেন। আমাদের কিছু বলার নেই।’’
প্রণব এবং অভিজিৎ মুখোপাধ্যায় দু’জনেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন। তাঁদের জয়ের নেপথ্যে অধীরের ভূমিকার উঠে এসেছে বার বারই।
অতীতে দলত্যাগী কংগ্রেস নেতাদের সম্পর্কে একাধিক বার কড়া বাক্য প্রয়োগ করেছেন অধীর। কিন্তু সোমবার এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যাঁরা যোগদান করেছেন তাঁরা বলবেন। আমাদের কিছু বলার নেই।’’ প্রসঙ্গত, প্রণব-কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সোমবার অভিজিতের তৃণমূলে যোগাদানের পর টুইটারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন— ‘লজ্জা’।