নুসরত জাহান ও দিলীপ ঘোষ। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
তাঁর ‘বিশেষ বন্ধু’ যশ দাশগুপ্ত বুধবার বিকালে যখন শহরের একটি পাঁচতারায় বিজেপি-র পতাকা হাতে তুলে নিচ্ছেন, ঠিক সেই সময়েই একটি টুইট করলেন নুসরত জাহান। সেই টুইটে বসিরহাটের তৃণমূল সাংসদ তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। তার কয়েক ঘণ্টা আগে করা দিলীপেরই একটি টুইট পোস্ট করে নুসরত লিখেছেন, ‘আবারও লজ্জাজনক মন্তব্য’।
বুধবার দুপুরে দিলীপ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘তৃণমূলের লোকেরা বলে, তাদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, এক জন মহিলা হয়ে আরেক জন মহিলার চরিত্রের দিকে আঙুল তুলতে পারেন কী করে? এই রাজ্যে ধর্ষণ হলে দিদিমণি ক্ষতিপূরণের মূল্য বেঁধে দিয়েছেন ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার টাকা’। দিলীপের ওই টুইটটি পোস্ট করে দিলীপের পুরনো একটি মন্তব্যের কথা উল্লেখ করে নুসরত তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। দিলীপের যে মন্তব্য নুসরত তুলে এনেছেন, সেটি গত ৩১ জানুয়ারির। ওই দিন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ নিয়ে প্রতিবাদরত এক মহিলার হাত থেকে পোস্টার কেড়ে নিয়েছিলেন বিজেপি সমর্থকেরা। তাঁকে হেনস্থাও করা হয়। সেই দিন ওই ঘটনা প্রসঙ্গে দিলীপ মন্তব্য করেছিলেন, ‘‘আমাদের ছেলেরা ঠিক কাজই করেছে। ওই মহিলার ভাগ্য ভাল। হেনস্থা ছাড়া তাঁর সঙ্গে আর কিছুই হয়নি।’’
বুধবারের টুইটের সঙ্গে দিলীপের সেই মন্তব্য জুড়ে দিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ নুসরত। লিখেছেন, ‘প্রতিবাদ করলে মহিলাদের এ ভাবেই চরিত্রহনন করা হয়’। মন্তব্যের শেষে লিখেছেন, ‘আবারও লজ্জাজনক মন্তব্য’।
"Our men did the right thing. She should thank her stars that she was only heckled and nothing else was done to her." - @BJP4Bengal State President Mr @DilipGhoshBJP assassinating the characters of women for protesting.
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) February 17, 2021
Shameful comments once again!https://t.co/rFkuXdRCTb https://t.co/3OpcCgkTUv
1.1 People of TMC often says that since their leader is a woman, so, she is attacked and criticized but have you ever given a thought that how on this earth she being a woman can point her fingers & assassinate character of a woman? pic.twitter.com/j4vFV3gdLo
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 17, 2021
প্রসঙ্গত, যশ বিজেপি-তে যোগ দেওয়ার পর তাঁকে নুসরতের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘‘নুসরত আমার বন্ধু। ও একটা পার্টিতে আছে। আমি আরেকটা পার্টিতে যোগ দিলাম। কিন্তু আমাদের বন্ধুত্বটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির। সেখানে আমরা একসঙ্গে কাজ করি। সেই বন্ধুত্বে রাজনীতি কোনও প্রভাব ফেলবে না।’’ কথাপ্রসঙ্গে তৃণমূলের অপর অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর নামটিও জুড়ে দিয়েছেন যশ। বলেছেন, ‘‘মিমিও তো আমার বন্ধু। কিন্তু ও-ও তো আলাদা দল করে। এর পর আমরা যদি একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করি, তা হলে তো আমরা পরস্পরের বন্ধু হয়েই একসঙ্গে কাজ করব!’’