মৃত ছাত্র জিশান শেখ।
আচমকা শৌচাগারের দেওয়াল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা মালদহের স্কুলে। দেওয়াল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনায় গুরুতর জখম আরও এক জন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রের নাম জিশান শেখ (১৭)। সে ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড কলোনি এলাকায়। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুরুতর জখম অবস্থায় একাদশ শ্রেণির আরও এক ছাত্র জিশান মোমিনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। মৃত ছাত্রের পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার মাশুল গুনতে হল তাদের ছেলেকে। মৃতের দাদা সফিকুল শেখ বলেন, ‘‘শৌচাগারের একটি পুরনো দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিশানের মৃত্যু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের নজরদারি থাকলে এই ঘটনা হয়তো ঘটত না।’’ যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, স্কুলে ওই শৌচাগারটি প্রায় ৩৫ বছর আগে তৈরি হয়েছিল। ভিত আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘ওই দেওয়ালটা ৩৫ বছরের পুরনো। বৃহস্পতিবার আচমকাই সেটি ভেঙে পড়ে। আমরা সব দিক খতিয়ে দেখছি।’’