NBSTC Bus Services

‘ধুঁকছে’ সরকারি বাস পরিষেবা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি সূত্রের খবর, বছর দুয়েক আগেও সংস্থার আলিপুরদুয়ার ডিপোয় ৬১টি যাত্রিবাহী বাস ছিল।

Advertisement
পার্থ চক্রবর্তী
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৪:২২
উত্তরবঙ্গ বাস পরিষেবা।

উত্তরবঙ্গ বাস পরিষেবা। —ফাইল চিত্র।

আলিপুরদুয়ার জেলায় সরকারি যাত্রিবাহী বাসের সংখ্যা ক্রমশ কমছে। ফলে জেলা শহর থেকে একাধিক রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ হচ্ছে বলে অভিযোগ। কিছু রুটে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে তো একাধিক রুটে বাস চললেও সেই সংখ্যাটা কমছে। যার জেরে গত কয়েক মাস ধরে যাত্রীদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলছে আলিপুরদুয়ারে। অভিযোগ, উঠছে, সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে ‘অফিস-টাইমে’। তাড়াহুড়োর মুখে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বাস পাচ্ছেন না অফিসযাত্রীরা। এ ছাড়াও, নানা কাজে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আলিপুরদুয়ার শহরে আসা মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে।’

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি সূত্রের খবর, বছর দুয়েক আগেও সংস্থার আলিপুরদুয়ার ডিপোয় ৬১টি যাত্রিবাহী বাস ছিল। কিন্তু পনেরো বছরের বেশি পুরানো হওয়ায় দু’বছরে ধাপে ধাপে আলিপুরদুয়ার ডিপোর ২৯টি বাস বাতিল হয়। বদলে এই ডিপো পায় মাত্র ন’টি বাস। ফলে এই মুহূর্তে এনবিএসটিসি-র আলিপুরদুয়ার ডিপোর মোট যাত্রিবাহী বাসের সংখ্যা ৪১টি। যান্ত্রিক ত্রুটির জন্য তার মধ্যেও আবার ছ’টি বাস রাস্তায় নামছে না বলে অভিযোগ। ফলে মাত্র ৩৫টি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। আরও অভিযোগ, আলিপুরদুয়ার জেলায় এমন অনেক গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, যেখানে আজও মূল শহর থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়নি। বেসরকারি বাস কিংবা ছোট গাড়ি বা অটো-টোটোর উপরেই ওই এলাকার মূল যাত্রী পরিবহণ নির্ভরশীল।

এনবিএসটিসি সূত্রের খবর, গত দু’ছরে অনেকগুলি পুরানো বাস বসে যাওয়ার ফলে যাত্রী দুর্ভোগ সব চেয়ে বেশি হচ্ছে অফিস যাওয়া এবং ফেরার সময়ে। দীর্ঘ সময়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তার পরেও বাস না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ, এনবিএসটিসি-র আলিপুরদুয়ার ডিপোকে কার্যত শ্মশানে পরিণত করা হয়েছে। ওই ডিপোতে গেলেই দেখা যায়, বাস কার্যত নেই। রাস্তায় চলে না এমন কিছু বাস চার দিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি জয়ন্ত রায় বলেন, ‘‘সরকারি বাস পরিষেবার প্রশ্নে আলিপুরদুয়ার বরাবরই বঞ্চিত। রাজ্যের বর্তমান সরকারের আমলে সেই বঞ্চনা আরও বেড়েছে। বাসের অভাবে অনেক রুটেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। অনেক রুটে পরিষেবা কমে গিয়েছে। এর ফলে প্রতিদিনই চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ জন্য দায়ী বর্তমান সরকার।’’

এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অবশ্য বলেছেন, “পনেরো বছরের পুরানো বাস বাতিল হওয়ায় একটু সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু আলিপুরদুয়ার-সহ ডুয়ার্সের কোথাও সরকারি বাস পরিষেবা বন্ধ হয়নি। উল্টে আমি সংস্থার চেয়ারম্যান হয়ে আসার পরে ডুয়ার্সের নতুন-নতুন রুটে বেশ কিছু বাস পরিষেবা চালু করেছি। আলিপুরদুয়ার ডিপোকে নতুন বাসও দেওয়া হচ্ছে।”

Advertisement
আরও পড়ুন