কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ধূপগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে। ডুয়ার্সের আকাশ পরিষ্কার হতেই বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গের সৌন্দর্য চাক্ষুস করা যাচ্ছে। সাধারণত অক্টোবর মাসের শেষদিকে ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এ বছর সেপ্টেম্বরের শেষেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে দেখা গেল এই পর্বতশৃঙ্গ।
সোমবার সকাল থেকে ডুয়ার্সের মেঘমুক্ত আকাশে ছিল রোদের ঝলকানি। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা নদীর ধার বা ফাঁকা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করেছেন। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এমনকি লাটাগুড়ি থেকেও দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। এর জেরে খুশি পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।