Illegal Firecrackers burnt

ফাটল শব্দবাজি, নজরে পড়তে তৎপর পুলিশ

প্রশাসনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ছট পুজোতে শব্দবাজির রমরমা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পুলিশ জানিয়েছে, শব্দবাজি ফাটার অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
হিতৈষী দেবনাথ
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৮:২৯
ছট পুজোতেও ফাটল শব্দবাজি।

ছট পুজোতেও ফাটল শব্দবাজি। —ফাইল চিত্র।

কোথাও নিষিদ্ধ শব্দবাজি না ফাটানোর জন্য মাইকে অনুরোধ জানালেন ছটপুজো কমিটির সদস্যেরা। কোথাও আবার পুলিশ আধিকারিকেরা ছুটে গেলেন নিষিদ্ধ শব্দবাজি ফাটানো ঠেকাতে। দুর্গাপুজো, কালীপুজোর পরে এ বার ছটপুজোতেও নিষিদ্ধ শব্দবাজির দাপট দেখা গেল জেলার বিভিন্ন ঘাটগুলিতে। অভিযোগ, শুক্রবার ভোর রাত থেকেই ছটপুজো উপলক্ষে নিষিদ্ধ শব্দবাজির দাপটে সমস্যায় পড়তে হল মানুষকে। প্রশাসনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ছট পুজোতে শব্দবাজির রমরমা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পুলিশ জানিয়েছে, শব্দবাজি ফাটার অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, শুক্রবার ভোর থেকেই আলিপুরদুয়ার শহরের পাশাপাশি আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা, কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-সহ জেলার একাধিক এলাকায় ছটপুজো উপলক্ষে শব্দবাজির রমরমা দেখা গিয়েছে বলে অভিযোগ। কামাখ্যাগুড়ি, শামুকতলা-সহ একাধিক এলাকায় আতশবাজির দাপটে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য ছটপুজো কমিটিগুলি ঘাটগুলিতে মাইকের মাধ্যমে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করে। এ ছাড়াও, পুলিশ আধিকারিকেরাও কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-সহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ শব্দবাজি পোড়ানো বন্ধ করেছেন এ দিন। পুলিশি তৎপরতা শুরু হওয়ার পরে জেলার কামাখ্যাগুড়ি-সহ একাধিক এলাকার ছট-ঘাটগুলিতে অনেকটাই নিয়ন্ত্রণে আসে শব্দবাজির দাপট।

এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘আমরা যেখানেই নিষিদ্ধ শব্দ বাজির অভিযোগ পেয়েছি, সেখানেই কড়া ব্যবস্থা নিয়েছি। আগামী দিনেও বিনিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এ ভাবেই অভিযান চলবে।’’

আরও পড়ুন
Advertisement