Accidental Deaths

বাবা-ছেলের মাথার উপর দিয়ে চলে গেল ট্রাকের চাকা! বেপরোয়া গতির বলি কোচবিহারে, চাঞ্চল্য

পথদুর্ঘটনায় মৃত্যু হল ৫০ বছরের বাবা এবং ২৫ বছরের ছেলের। রবিবার এই ঘটনায় শোকস্তব্ধ কোচবিহারের গ্রাম। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:১২
Accidental deaths

মৃত বাবা-ছেলের দেহ নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। —নিজস্ব চিত্র।

বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবস এলাকায়।

Advertisement

কোচবিহারের নিশিগঞ্জের বাসিন্দা মদন মণ্ডল বন বিভাগের অস্থায়ী কর্মী। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে চান্দামারি থেকে ছেলে মৃদুল মণ্ডলের সঙ্গে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন মদন। বাইক চালাচ্ছিলেন ৫০ বছরের ওই বনকর্মী। পিছনের আসনে বসেছিলেন ২৫ বছরের মৃদুল। হঠাৎ উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মদনের বাইকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে বাবা-ছেলে দু’জনেই রাস্তায় পড়ে যান। সেই সময় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন তাঁরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে বাবা-ছেলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘মদন মণ্ডল এবং মৃদুল মণ্ডল নামে দুই ব্যক্তি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁদের পাশ কাটাতে গিয়ে ডান দিক বরাবর ধাক্কা মারে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে চাকার তলায় পড়ে যান। দু’জনের মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন