—ফাইল ছবি।
সমঝোতা করেই প্রার্থী দিয়েছিল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। তা সত্ত্বেও হার! দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে সব আসনেই জিতলেন শাসকদল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের ফলাফল ১২-০।
এই সমবায়ে শেষ বার ভোট হয়েছিল ২০১৫ সালে। জিতেছিল তৃণমূল। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর পরের পাঁচ বছর সমবায় পরিচালনা করেছিল ব্লক প্রশাসন। অবশেষে রবিবার সেখানে ভোট হল। সকাল থেকেই বুনিয়াদপুর প্রাথমিক বিদ্যালয়ে (ভোটকেন্দ্রে) বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল বংশীহারি থানা। ভোটে সব ক’টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। ১১ আসনে প্রার্থী দিয়েছিল ‘জোট’। ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটার তালিকা নিয়ে বিবাদে খানিক অশান্ত হয়ে উঠেছিল পরিবেশ। কিন্তু পরে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশিত হয়। দেখা যায়, সব আসনেই জিতেছেন শাসকদল সমর্থিত প্রার্থীরা।
‘জোটের’ পক্ষে বিজেপির টাউন সভাপতি দীপেশ বসাক বলেন, ‘‘সকাল থেকেই ভোটার লিস্ট নিয়ে আমরা আমাদের অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যে ভোটার লিস্ট আমাদের হাতে ছিল, তার সঙ্গে ব্যাঙ্কের ভোটার লিস্টের কোনও মিল নেই। যে কারণে এই ভোট প্রহসন।’’
তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার মন্ত্রী এবং বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান সকলে মিলে গ্রামের মানুষের জন্য যে ভাবে কাজ করেন, গ্রামের মানুষের পাশে থাকেন, আজকের ভোটের ফল তারই প্রতিফলন। সব আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।’’