Rinku Singh

পাত্রী সাংসদ প্রিয়াই, ইংল্যান্ড সিরিজ়ের পরে ঠিক হবে রিঙ্কুর বিয়ের তারিখ

ভারতীয় দলের হয়ে খেলতে রিঙ্কু এখন কলকাতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন তিনি। সেই কারণে দেশের বিভিন্ন শহরে ঘুরতে হবে তাঁকে। এই সিরিজ় শেষ হওয়ার পরেই তাঁর বিয়ে নিয়ে কথা শুরু হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:২৬
Priya Saroj and Rinku Singh

প্রিয়া সরোজ এবং রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

রিঙ্কু সিংহের পাত্রী এক প্রকার নিশ্চিত। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকেই বিয়ে করছেন তিনি। দিন ঠিক হবে ইংল্যান্ড সিরিজ়ের পর। এমনটাই জানাচ্ছেন প্রিয়ার পিতা তুফানি সরোজ।

Advertisement

ভারতীয় দলের হয়ে খেলতে রিঙ্কু এখন কলকাতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন তিনি। সেই কারণে দেশের বিভিন্ন শহরে ঘুরতে হবে তাঁকে। এই সিরিজ় শেষ হওয়ার পরেই তাঁর বিয়ে নিয়ে কথা শুরু হবে। তুফানি নিজেও তিন বারের সাংসদ। এখন তিনি উত্তরপ্রদেশের কেরাকটের বিধায়ক। তুফানি বলেন, “শেষ বার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসিয়ে তারিখ ঠিক করা হবে। আগামী লোকসভা অধিবেশন এবং টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।”

বৃহস্পতিবার আলিগড়ে ছিলেন তুফানি। সেখানে তিনি রিঙ্কুর বাবার সঙ্গে কথা বলেন। তুফানি বলেন, “প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই রিঙ্কু এবং প্রিয়ার দেখা হয়। অনেক দিন ধরেই ওরা একে অপরকে চেনে। দুই পরিবার রাজি থাকলে ওরা বিয়ে করতে তৈরি বলে জানিয়েছিল।”

গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে হারাতে কেরাকাটের বিধায়ক তুফানির কন্যা প্রিয়ার উপর বাজি ধরেছিল সমাজবাদী পার্টি। বাজি যে ভুল ধরা হয়নি তা প্রমাণ হয় নির্বাচনী ফল বেরোতেই। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে ধরাশায়ী করেন প্রিয়া। লোকসভা নির্বাচনে ভোলানাথকে ৩৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন প্রিয়া। প্রমাণ করেছিলেন, রাজনীতি তাঁর রক্তে। মাত্র ২৫ বছর বয়সেই প্রিয়া ঢুকে পড়েন লোকসভায়। তিনি দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ।

রিঙ্কুর উত্থান আইপিএল থেকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। সেই দলের হয়ে ট্রফিও জিতেছেন। দলের নির্ভরযোগ্য ফিনিশার রিঙ্কু। ইতিমধ্যেই দেশের হয়ে ৩২টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ২৭ বছরের রিঙ্কু টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। ৩০টি টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৫০৭ রান করেছেন। গড় ৪৬.০৯। স্ট্রাইক রেট ১৬৫.১৪।

Advertisement
আরও পড়ুন