এই গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে গিয়েছে সেনা। —নিজস্ব চিত্র।
পরিত্যক্ত জমির পাঁচিলে পড়ে রয়েছে গ্রেনেড! শুক্রবার এই ঘটনায় শোরগোল শিলিগুড়ির প্রধাননগর থানার পবিত্রনগর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, উঁচু পাঁচিলের খোপে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন কয়েক জন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেনেড দেখতে ভিড় জমে যায়। আবার আতঙ্কও ছড়ায় এলাকায়। শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে কী ভাবে গ্রেনেড এল, ভেবে পাচ্ছে না স্থানীয় প্রশাসন।
গ্রেনেড মেলার খবর পেয়ে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা খবর দেয় সেনাকে। শুক্রবার দুপুর নাগাদ সেনার একটি দল যায় ঘটনাস্থলে। গেটের তালা ভেঙে পরিত্যক্ত জমিটিতে অভিযান চলে। একই সঙ্গে গ্রেনেডটিও উদ্ধার করেন সেনাকর্মীরা। অর্চনা পটেল নামে এক সেনাকর্মী জানিয়ে দেন, তাঁরা গ্রেনেডই পেয়েছেন। তাঁর কথায়, ‘‘যেটা পাওয়া গিয়েছে, সেটা গ্রেনেড। আমরা নিয়ে যাচ্ছি। তবে এটা কার্যকর কি না, তা এখনই বলতে পারছি না।’’
রবি রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার দুপুরে এলাকার কিছু মানুষ গ্রেনেডটি দেখতে পান। তবে কবে, কী ভাবে এই গ্রেনেড এখানে এল, কেউ কিছু জানেন না। তিনি বলেন, ‘‘খুব স্বাভাবিক ভাবেই আমরা আতঙ্কিত। সেনাকর্মীরা আজ (শুক্রবার) এসে গ্রেনেডটি নিয়ে গেল।’’