Nisith Pramanik

দিনহাটায় ফের ‘আক্রান্ত’ নিশীথ! কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে তির ছোড়ার নালিশ তৃণমূলের বিরুদ্ধে

তির ছোড়ার অভিযোগ উড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের কটাক্ষ, ‘‘যে তির ছুড়ছে, সে কি জানে না যে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি বুলেটপ্রুফ? সেখানে তির ছুড়ে কিচ্ছু হবে না।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৪:২০
Central Minister Nisith Pramanik allegedly attacked by TMC in Dinhata

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। —ফাইল চিত্র।

আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবারও ঘটনাস্থল কোচবিহারের সেই দিনহাটা। শনিবার নিশীথের কনভয় লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠেছে। এমনকি, মন্ত্রীর সামনে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা উল্টে বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে। এ নিয়ে আবারও নিশীথ বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের তরজা তুঙ্গে।

শনিবার দিনহাটার ২ নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র পরীক্ষার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, বিডিও অফিস ‘দখল’ করে সেখানে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মীকে নিয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মন্ত্রী বিজেপি প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। সেই খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ। কিন্তু তিনি পৌঁছনো মাত্র পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়ান তৃণমূল এবং বিজেপির সমর্থকেরা। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের উপর লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement

নিশীথের অভিযোগ, তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, কনভয়ের অনতিদূরে বোমাবাজিও হয়েছে। নিশীথের নিজের কথায়, ‘‘বাংলার জন্য ভীতিজনক পরিস্থিতি। আমার কনভয়ে তির ছোড়া হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।’’ তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবাংলায় অরাজকতার পরিবেশ তৈরি করেছে তৃণমূল। উদয়ন গুহের নেতৃত্বে পুলিশও আমাদের কর্মীদের মারছে। আমাদের লক্ষ্য করে তির মারা হচ্ছে! আমাদের প্রার্থীদের মারধর করা হচ্ছে এবং তাদের কাগজ ছিনিয়ে নেওয়া হচ্ছে।’’

তৃণমূলের পাল্টা দাবি, শান্তিপূর্ণভাবে মনোনয়ন পরীক্ষা চলছিল। সেখানে নিশীথের নেতৃত্বে প্রায় ৫০টি মোটর বাইকে করে বিজেপির লোকজন এসে উত্তেজনার পরিবেশ তৈরি করেছেন। এ নিয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর সমস্ত অভিযোগ মিথ্যে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে অশান্তির জন্য নিশীথকেই দায়ী করেছেন মন্ত্রী উদয়ন। তাঁর দাবি, তিনি বোকা নন যে, বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলবেন। তিনি বিরোধীদের সঙ্গে কোনও কথাও বলেননি বলে দাবি করেছেন। পাশাপাশি, নিশীথের অভিযোগের প্রেক্ষিতে উদয়নের কটাক্ষ, ‘‘যে তির ছুড়ছে, সে কি জানে না যে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি বুলেটপ্রুফ? সেখানে তির ছুড়ে কিচ্ছু হবে না।’’

বস্তুত, এর আগেও একাধিক বার দিনহাটায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন নিশীথ এবং তিনি প্রতি বার আঙুল তুলেছেন উদয়নের দিকে। আর সেই সমস্ত অভিযোগ খারিজ করেছেন উদয়ন।

অন্য দিকে, মনোনয়ন পর্ব শেষ হয়ে যাওয়ার পরও শনিবার তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে জোর উত্তেজনা সাহেবগঞ্জ এলাকায়।

Advertisement
আরও পড়ুন