EMI

মাসিক কিস্তিতে শোধের শর্তে নেওয়া ব্যক্তিগত ঋণে বাধ্যতামূলক স্থায়ী সুদ, জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক

বিষয়টি মাথায় রেখে ২০২৩-এর অগস্টে রিজ়ার্ভ ব্যাঙ্ক বলেছিল, গ্রাহক চাইলে পরিবর্তনশীল সুদের শর্ত বদল করে স্থায়ী সুদে ঋণ শোধের সুবিধা দিক ব্যাঙ্কগুলি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৭:০৬
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। —ফাইল চিত্র।

চড়া সুদের কারণে ধার শোধের মাসিক কিস্তির (ইএমআই) বোঝা বিপুল বেড়েছে ঋণগ্রহীতাদের। বিষয়টি মাথায় রেখে ২০২৩-এর অগস্টে রিজ়ার্ভ ব্যাঙ্ক বলেছিল, গ্রাহক চাইলে পরিবর্তনশীল সুদের শর্ত বদল করে স্থায়ী সুদে ঋণ শোধের সুবিধা দিক ব্যাঙ্কগুলি। যাতে সুদ বাড়লেও তাঁদের বোঝা আর না চড়ে। শুক্রবার এই সংক্রান্ত ব্যাখ্যা (প্রশ্নমালা বা এফএকিউ) প্রকাশ করে আরবিআই জানাল, মাসিক কিস্তিতে শোধ করার শর্তে নেওয়া সব ধরনের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতাদের বাধ্যতামূলক ভাবে স্থায়ী সুদের সুবিধা দিতে হবে ব্যাঙ্কগুলিকে।

Advertisement

শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এ নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কিস্তিতে ধার শোধের শর্তে নেওয়া সব ব্যক্তিগত ঋণকে রাখা হয়েছে। ব্যাঙ্কের নিজের ঠিক করা অথবা রেপো রেটের মতো বাইরের মাপকাঠির ভিত্তিতে ধার্য সুদের হার, দু’ক্ষেত্রে ওই নিয়ম খাটবে। এ ছাড়া, ঋণ দেওয়ার সময় ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা নথিতে কী কী তথ্য গ্রাহককে জানাবেন, তা নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ওই নথিতে বাধ্যতামূলক ভাবে ঋণের অঙ্ক, সুদও উল্লেখ করতে হবে। ঋণ চুক্তিতেও ওই সব তথ্য থাকা চাই।

তিন মাস অন্তর ঋণের তথ্যওগ্রাহককে জানাতে হবে। তাতে আছে, ওই দিন পর্যন্ত সুদ-সহ ঋণ শোধের অঙ্ক, শোধ হওয়া এবং বাকি থাকা কিস্তির সংখ্যা, বার্ষিক সুদের হার। সুদ বা কিস্তি অঙ্ক বদলাল কি না, তা-ও জানাতে হবে। শীর্ষ ব্যাঙ্ক বলেছে, সুদ বদলালে স্থায়ী সুদে সরার সুযোগ দিতে হবে। ঋণ চলাকালীন কিস্তি বা মেয়াদ বদলের কথাও জানাতে হবে।

Advertisement
আরও পড়ুন